Pathashree project, Dwarigeria village, পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা পেলেন দ্বারিগেড়িয়া গ্রামের বাসিন্দারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: দীর্ঘদিন পর রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা পেলেন দ্বারিগেড়িয়া গ্রামের বাসিন্দারা। শালবনী বিধানসভার গড়বেতা ৩ ব্লকের পাঁচ নাম্বার সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিগেড়িয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তার। সেই দাবি মেনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রচেষ্টায় পথশ্রী প্রকল্পের আওতায় সেই ঢালাই রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জানান, পথশ্রী প্রকল্প সর্বাত্মক ভাবে সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সারা পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আমরা উদ্যোগী হয়েছি। ধীরে ধীরে জেলার সমস্ত গ্রামের যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *