পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: রাস্তার বেহাল অবস্থা দ্রুত মেরামতের দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ডেবরা ব্লকের ১নং ভবানীপুর অঞ্চলের আকালপৌষ থেকে চকরাজপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বার বার অভিযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও গ্রামের বাসিন্দা মিলে রাস্তা অবরোধ করে।
ছাত্রছাত্রীদের দাবি, রাস্তা মেরামত করতে হবে। তারা স্কুলে সময়ে পৌছাতে পারছে না। আর স্কুলের শিক্ষক সংগঠনেরও একই বক্তব্য। গ্রামবাসীরা জানান, কয়েকমাস ধরে তাঁরা এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন, তবুও কোনো সুরাহা হয়নি। বারবার টেন্ডার করেও কাজ হচ্ছে না। তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। এলাকার প্রধান বলেন, আমি জানিয়েছি কাজ হবে।