বদলে যাচ্ছে নাম, রামের নামে হবে অযোধ্যার বিমানবন্দর, সায় যোগী মন্ত্রিসভার

আমাদের ভারত, ২৫ নভেম্বর:অযোধ্যাকে খাতায় কলমের রাম নগরীতে রূপান্তরিত করার প্রচেষ্টায় আরো এক ধাপ এগুলো যোগী সরকার। রাম মন্দির নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট করার প্রস্তাবে সায় দিল যোগী মন্ত্রিসভা। সিলমোহরের জন্য খুব তাড়াতাড়ি তা অসামরিক বিমান মন্ত্রকে পাঠানো হবে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব অনুমোদিত হয়। তারপরই রাজ্য সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, রাজ্য সরকার অযোধ্যার উন্নয়নের প্রতিশ্রুতি বদ্ধ। অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য‌। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক মানের পরামর্শদাতা সংস্থার সাহায্য নেওয়া হবে।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য টুইট করে লিখেছেন, মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম নামের প্রস্তাব পাশ হয়েছে। সরকার শ্রীরাম লালার অযোদ্ধাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ।

এর আগে ২০১৮-র দীপাবলিতে বিমানবন্দরকে আমূল বদলে ফেলা হবে বলে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে। শুধু অন্তর্দেশীয় টার্মিনালে নয় আন্তর্জাতিক টার্মিনাল করা হবে সেখানে বলে জানানো হয়েছিল। জমি অধিগ্রহণের কাজও শুরু করেছিল সরকার। এবার বিমানবন্দরের নামকরণের প্রস্তাব অনুমোদন দিলো যোগী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *