আমাদের ভারত, ২৫ জানুয়ারি: ভোট দিতে বুথে না গেলেও চলবে। আগামী দিনে দেশের যেকোনো প্রান্তে বসেই ভোট দেওয়া সম্ভব হতে পারে। নির্বাচন কমিশন ভোট দেওয়ার জন্য তেমনি উন্নত প্রযুক্তি আনার কথা শোনালো এবার জাতীয় ভোটার দিবসে। রিমোট ভোটিং নিয়ে আসতে চলেছে নির্বাচন কমিশন। যার মহড়াও খুব শীঘ্রই শুরু হবে। রিমোট ভোটিং নিয়ে কাজ করছে আইআইটি চেন্নাই।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যাপক তৎপড়তা নির্বাচন কমিশনের। এই সময়ে নতুন প্রযুক্তিতে রিমোট ভোটিং-য়ের কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা।
বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে ভোটের সময় বহু মানুষ কোনোক্রমে ছুটে আসেন ভোটকেন্দ্রে ভোট দিতে। অনেকে আবার ভোট দিতে আসেনই না। এই সব সমস্যার কথা ভেবেই রিমোট ভোটিংয়ের বন্দোবস্ত করতে চলেছে নির্বাচন কমিশন।
প্রতিবছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিষ্ঠা দিবসে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার সুনিল আরোরা। একই সঙ্গে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য যারা বিদেশে রয়েছেন এমন ভারতীয়দের জন্য পোস্টাল ব্যালটের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে। আইনমন্ত্রকে ইতিমধ্যে কমিশনের তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

