Remal, প্রবল গতিতে ধেয়ে আসছে রেমাল, রবিবার মধ্যরাতে আছড়ে পরার পূর্বাভাস হাওয়া অফিসের, বিধ্বংসী তান্ডবের সম্ভাবনা

আমাদের ভারত, ২৭ মে: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল ক্রমে এগিয়ে আসছে। উত্তর বঙ্গোপসাগরে তার উপস্থিতির কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার মধ্যরাতে রেমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণন গতি বর্তমানে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সাময়িকভাবে তা বেড়ে ১১০ কিলোমিটারে পৌঁছতে পারে। ফলে উত্তাল আকার নিয়েছে সমুদ্র।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রেমালের উপস্থিতি রয়েছে এখন। ক্যানিং থেকে তার দূরত্ব ২৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্বে। সমুদ্রের উপর বিধ্বংসী আকার নিয়েছে রেমাল ঘূর্ণিঝড়। ঘন্টায় ৬-৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে রেমাল বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগের সঙ্গে দূরত্ব কমিয়ে আছড়ে পড়বে রেমাল। ঘূর্ণি ঝড়ের কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে।উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবি এবং সোমবার লাল সর্তকতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে, সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও এই একই রকম আবহাওয়া রয়েছে। পূর্ব নদিয়া সহ দুই বর্ধমানের ঝড়ো হাওয়া বইবে, তবে হাওয়ার গতি অপেক্ষাকৃত কম থাকবে। আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *