Relief, “Komsomol”, ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলে ত্রাণ বিতরণ “কমসোমল”- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ অক্টোবর: মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মবর্ষ স্মরণে বন্যা দুর্গত শিশু-কিশোরদের পাশে থাকতে ত্রাণ বিতরণ করলো এস ইউ সি আই (সি) দলের পূর্ব মেদিনীপুর জেলার কিশোর সংগঠন “কমসোমল”।

ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলে ত্রাণ বিতরণের আগে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য অরুণ জানা। সংগঠনের জেলা ইনচার্জ সুদর্শন মান্না জানান, আজ ১০০ জন বন্যার্ত ও জলবন্দি এলাকার শিশু কিশোরদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *