চলতি অর্থ বছরে কোলাঘাটে সেচ দপ্তরের ২০টি পাকা ব্রিজ নির্মাণ বিষয়ে প্রশাসনিক সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: কোলাঘাট ব্লকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেচ দপ্তর চলতি অর্থ বছরে মোট ২০টি কংক্রিটের ব্রিজ করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। যার মধ্যে সোয়াদিঘি খালে ২টি, দেহাটি খালে ৪টি, দেনান খালে ৩টি, খড়িচক খালে ২টি, নোয়াবেনিয়া খালে ১ টি, মুড়াইল খালে ১টি, টোপা খালে ৩টি, টোপা ড্রেনেজ খালে ৪টি রয়েছে। ইতিমধ্যে দেহাটি খালের সাহাপুরে খালের ভেতর আড়াআড়িভাবে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ওই খালের বরদাবাড়, দেউলিয়া, দিগলাবাড়ে ব্রিজের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। দ্রুত প্রথম দফায় দেহাটি খালের ওই ৪টি ব্রিজ নির্মাণের বিষয়ে আজ কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতির আহ্বানে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এসডিও নাজেশ আফরোজ, ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিত মান্না, কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক সহ স্থানীয় এলাকার প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যারা।

কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্রিজ নির্মাণের জন্য বোরো ধান চাষের জলের কোনো সমস্যা হবে না। আগামী কোটালের জোয়ারে জল তোলা যাবে বলে সেচ দপ্তরের এসডিও, সভায় জানিয়েছেন।

অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিত মান্না বলেন, প্রথম দফার ৪টি ব্রিজ সংলগ্ন স্থানগুলির দু’দিকে অন্তত ১০০ ফুট জায়গার বেআইনি দখলদাররা যাতে আগামী ৭ দিনের মধ্যে কাঠামো সরিয়ে নেন, সে বিষয়ে পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *