সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ এপ্রিল: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুর থানার ভূয়াবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ মুর্মু (৪৫)।
পরিবার সূত্রে জানা যায় যে, রবিবার সকালে প্রতিদিনের মত ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলেন বৈদ্যনাথ। দীর্ঘক্ষণ পরেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় বৈদ্যনাথের দেহ পাওয়া যায়। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিশ মৃতদেহ নিয়ে যায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য।
পরিবারের সদস্যদের বক্তব্য, বৈদ্যনাথ মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা, নাকি তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।