আশিস মণ্ডল, রামপুরহাট, ২ ফেব্রুয়ারি: বৈরাগী বৈষ্ণব সমাজকে ওবিসি তালিকাভুক্ত করায় কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হল রামপুরহাটে। আজ বেলার দিকে তৃণমূলের রামপুরহাট শহর কার্যালয়ে সারা বাংলা বৈরাগী বৈষ্ণব সমাজের পক্ষ থেকে ওই সম্বর্ধনা দেওয়া হয়।
প্রসঙ্গত, রাজ্যের বৈরাগী বৈষ্ণব সমাজ তাদের ওবিসি তালিকাভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি আশিসবাবুর কাছেও লিখিত আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে আশিসবাবু কলকাতায় গিয়ে তদারকি করেন। এরপরেই গত সপ্তাহে রাজ্য সরকার বৈরাগী বৈষ্ণব সমাজকে ওবিসি তালিকাভুক্ত করে। তাদের পিছিয়ে পড়া শ্রেণির তালিকাভুক্ত করার পিছনে আশিসবাবুর অবদান সব থেকে বেশি বলে মনে করে সারা বাংলা বৈরাগী বৈষ্ণব সমাজ। তাই এদিন অনাড়ম্বর ভাবে তাঁকে সম্বর্ধনা জানানো হোক বলে জানান সংগঠনের অন্যতম কর্মকর্তা দুর্গাপদ দাস। তিনি বলেন, “আশিসবাবু উদ্যোগ না নিলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারতাম না। তাই আমরা এদিন তাঁকে অনাড়ম্বর সম্বর্ধনা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আগামী দিনে বড় আকারে সম্বর্ধনা দেওয়ার ইচ্ছে আছে”।