সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানপাঠন। পুরুলিয়া শহরের কাছে হাতোয়াড়া ক্যাম্পাসে অবস্থিত কলেজের অত্যাধুনিক প্রেক্ষাগৃহে প্রথম বর্ষের ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অনুষ্ঠান হয়ে গেল। কাল থেকে ক্লাস শুরু হলেও আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এরই উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক শিবপ্রদানন্দ মহারাজ, কলেজের অধ্যক্ষ ডাঃ পিত বরণ চক্রবর্তী, সহ অধ্যক্ষ ডাঃ সুকমল বিষয়ি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনিল দত্ত, অতিরিক্ত জেলাশাসক আকাঙ্খা ভাস্কর সহ অনেকেই। এছাড়াও পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে।
প্রথম ব্যাচ হিসেবে এই কলেজে পড়তে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীদের সাফল্যে প্রত্যয়ী কলেজ কর্তৃপক্ষ। সন্ধ্যায় মেডিক্যাল কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।