এবারের বিধানসভা ভোটের পর উত্তরবঙ্গে তৃণমূল ইতিহাসের পাতায় থাকবে: রথীন বসু

নীল বনিক, আমাদের ভারত, ৬ মার্চ: ২০২১ এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫০টি আসনেই রনকৌশল প্রায় চুড়ান্ত করে ফেলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ড। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা ভোটের আগে প্রতিমাসে অন্তত দু’ বার করে উত্তরবঙ্গে এসেছেন বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্র বসুকে নিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ঘুরেছিলেন তিনি।

রথীন্দ্র বসুও লোকসভা ভোটের সময় রাজ্য বিজেপির হয়ে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন। তিনি নিজেও কোচবিহার জেলার মানুষ। ২০১৩ সালে রাহুল সিনহা রাজ্য সভাপতি থাকার সময় জলপাইগুড়ি জেলায় দলের পর্যবেক্ষক ছিলেন। এরপর ২০১৪ সালে শিলিগুড়ি জেলার জেলা সভাপতি ছিলেন রথীন্দ্র বসু। তাই উত্তরবঙ্গের মাটি সেই কারনে পুরোটাই চেনা রাজ্য বিজেপির সাধারন সম্পাদকের। আর তাঁকে নিয়েই আগামী বিধানসভার রনকৌশল ঠিক করে ফেলেছেন দলের সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডার পরামর্শেই উত্তরবঙ্গে ৫০টি আসন জেতার লক্ষ্যে পেশায় চার্ডাড একাউন্টন্ট উত্তরবঙ্গে দৌড়ে বেড়াচ্ছেন। হিন্দুভাবধারা থেকে উঠে আসা রবীন্দ্র বসু উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরের সংখ্যালঘু সমাজে বিজেপির বিস্তারের জন্য নাড্ডার পরামর্শেই কাজ করছেন। নিজে হিন্দুভাবধারায় বিশ্বাসী হলেও ধর্মান্ধতা তাঁর মধ্যে একেবারে নেই বলেই চলে। যেহেতু তিনি জীবনের বেশকিছুটা সময় ইংল্যান্ডে পড়াশুনা করেছেন। তবে উত্তরবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে তাঁরসঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, দলের রনকৌশল নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারি না। তবে এইটুকু বলতে পারি, উত্তরবঙ্গ থেকে গত লোকসভায় ঘাসফুল পুরোপুরি শুকিয়ে গেছে। আর এবারের বিধানসভা ভোটের পর তৃণমূল ইতিহাসের পাতায় থাকবে।

সূত্রের খবর, গতরবিবারও রাজারহাটে উত্তরবঙ্গে সংগঠনের হালহকিত সম্পর্কে রথীন্দ্র বসুর কাছ থেকে খোঁজ নেন জেপি নাড্ডা। সিএএ নিয়ে উত্তরবঙ্গে দলের প্রচারের জন্য তাঁকে বেশকিছু পরামর্শ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপি যে কাজগুলিকে অগ্রাধিকার দিচ্ছে তাও প্রচার করতে বলেন। এছাড়া উত্তরবঙ্গে মমতার আমলে কোন কোন বিষয়ে মানুষ বঞ্চিত হয়েছেন তাও প্রচার করার কথা বলেন। বিশেষ করে রায়গঞ্জ থেকে এইমসকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *