RSS, Mohan Bhagwat, ১০ দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

আমাদের ভারত, ৯ জানুয়ারি: ১০ দিনের জন্য রাজ্যে আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ৭ ফেব্রুয়ারি তাঁর রাজ্যে আসার কথা। ১ তারিখ পর্যন্ত তিনি থাকবেন কলকাতায়, এরপর তাঁর বর্ধমানে যাওয়ার কথা।

জানাগেছে, ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রদর্শন কর্মসূচি রয়েছে। তাতেই অংশগ্রহণ করবেন মোহন ভাগবত। আপাতত ওই একটি কর্মসূচি ছাড়া অন্য কোনো প্রকাশ্য কর্মসূচির খবর এখনো পাওয়া যায়নি।

চলতি বছরে শতবর্ষে পা রেখেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তা নিয়ে আলোচনা রয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতার পাঁচ দিনের কর্মসূচিতে তিন দিন রয়েছে সংঘের আভ্যন্তরীণ কর্মসূচি ও বৈঠক। এছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে দেখা করতে পারেন সংঘ প্রধান। বৈঠক করতে পারেন অখিল ভারতীয় নেতৃত্বের সঙ্গেও। বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বঙ্গের আটটি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের বলে খবর। সেই সব বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন তা নিয়ে জল্পনা চলছে।

আর জি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলায় সফরে এসে কোন বার্তা দেন তিনি সেটাই দেখার।

অন্যদিকে বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করে বার্তা দিয়েছিলেন সংঘ প্রধান। হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপের জন্য মোদী সরকারকেও বার্তা দিয়েছিলেন তিনি। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বাংলায় সরব হয় বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে বাংলা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনো বার্তা দেন কিনা সেটাও নজরে রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *