আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: দীর্ঘদিন বন্ধ থাকা দোকান খুলতেই দোকানের মধ্যে এক বিরল প্রজাতির প্রাণী দেখতে পেলেন দোকানদার। লকডাউন চলতে থাকায় দীর্ঘদিন দোকানপাট বন্ধ ছিল। পশ্চিম মেদিনীপুরের বেলদার খাকুড়দা এলাকার এক দোকানদার রবিবার দোকান পরিষ্কার করার জন্য দোকান খুলতেই এই বিরল প্রজাতির প্রাণীটি দেখতে পান।
প্রাণীটি দেখতে এলাকার মানুষ ভিড় জমান। তাদের প্রাথমিক অনুমান এটি কোনও তক্ষক প্রজাতির প্রাণী হতে পারে। দোকানদার জানান, বনদপ্তরে খবর দেওয়ার পর বনকর্মীরা এসে প্রাণীটি ধরে নিয়ে যায়। সেটি তক্ষক প্রজাতির প্রাণী বলে তারা জানিয়েছেন।