আমাদের ভারত, মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। শালবনী থানার খামারবাড়ি গ্রামের নিচু মাহাতো (৫০) নামে এক মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের গৃহবধূ কাকলি মাহাতো জানিয়েছেন, শনিবার দুপুর নাগাদ জঙ্গলে ছাগল চরাতে গিয়ে আর বাড়ি ফেরেনি নিচু মাহাতো। রাত বাড়তে থাকায় এলাকার লোকজন তাকে জঙ্গলে খুঁজতে যায়। বাড়ি থেকে এক কিলোমিটার দূরের জঙ্গলে বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
শালবনি থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং একটি মোবাইল উদ্ধার করে। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে রবিবার ভোরবেলায় পুলিশ একজনকে আটক করে। মৃত মহিলার পরিবারের এবং এলাকাবাসীর অভিযোগ, ধর্ষণের পর গলা টিপে তাকে খুন করা হয়েছে। খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে শালবনি থানা সূত্রে জানা গেছে।