স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন: রানাঘাটের শিল্পীর আঁকা ছবি এবার পাড়ি দিল নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। শিল্পীর নাম সঞ্জু কুন্ডু, বাড়ি নদিয়ার রানাঘাট থানার মাহুত পাড়া এলাকায়।
দুমাস আগে সুমনা চক্রবর্তী নামে এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ওই যুবকের। তারপরেই কাজের বরাত মেলে। সুমনা চক্রবর্তী নামে প্রবাসী ওই মহিলা কর্মসূত্রে থাকেন নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। বাগান নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জু এবং সুমনা দুজনেই রয়েছেন। ওখান থেকেই পরিচয় হবার পর ছবি দেখে সন্তুষ্ট হয়ে তাঁকে কাজের বরাত দেন সুমনা। দু’মাসের চেষ্টায় সঞ্জু ক্যানভাসের উপর এক্রেলিক রং দিয়ে ফুটিয়ে তুলেছেন তাদের পরিবারি ছবি।
আগামী সোমবার কুরিয়ারের মাধ্যমে পাড়ি দেবে তাঁর এই হাতে আঁকা ছবি। সঞ্জু ছোটবেলায় প্রথাগতভাবে আঁকা শেখেনি। কিন্তু ছোট থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল পেয়ে ২০১৯ সালে পাশ করবার পর ছবি আঁকা চালিয়ে যাচ্ছেন।
তার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে গেলেও এই প্রথম বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে। স্বভাবতই গর্বিত সঞ্জু এবং তার মা।