রামপুরহাট- চাতরা তৃতীয় লাইনের কাজ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে ট্রেন চলাচল

আশিস মণ্ডল, রামপুরহাট, ৬ সেপ্টেম্বর: এবার উত্তরবঙ্গগামী যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের গতি বাড়তে চলছে। নির্দিষ্ট সময়ের আগেই সাহেবগঞ্জ লুপ লাইনে রামপুরহাট– চাতরার মধে তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হওয়ায় ট্রেনের গতি বাড়বে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার নতুন তৃতীয় লাইনের কাজ পরিদর্শন করেন পূর্ব সার্কেলের রেলওয়ে নিরাপত্তা কমিশনার শুভময় মিত্র।

রেল সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ লুপ লাইনে রামপুরহাট– চাতরা রেললাইনটি ১৮৬৬ সালে রামপুরহাট হয়ে কিউল পর্যন্ত প্রসারিত হয়েছিল। রামপুরহাট হল সমস্ত উত্তর-পূর্ব দিকে যাওয়া ট্রেনের প্রধান গেটওয়ে। এই বিভাগে মেল, এক্সপ্রেস এবং পণ্যবাহী ট্রেন চলাচল করে মাত্রাতিরিক্ত। রামপুরহাট ও চতরা হল পূর্ব রেলের হাওড়া বিভাগের একটি ডাবল লাইনের বিদ্যুতায়িত বিভাগ। এই লাইনের গতি আনতে ২২.৬৪ কিলোমিটার দৈর্ঘ্য তৃতীয় লাইন নতুন করে গড়া এবং মাল্টি অ্যাসপেক্ট কালার লাইট সিগন্যালিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত ২১৮.০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। তৃতীয় লাইনের কাজের জন্য চলতি বছরের ১৮ আগস্ট থেকে রামপুরহাট– বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। নির্দিষ্ট সময়ের আগেই দ্রুত গতিতে সেই কাজ সম্পন্ন হওয়ায় খুশি রেল কর্তৃপক্ষ। বুধবার সেই লাইন পরিদর্শনে আসেন পূর্ব সার্কেলের রেলওয়ে নিরাপত্তা কমিশনার শুভময় মিত্র। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব রেলের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (নির্মাণ) পি.কে শর্মা, হাওড়া বিভাগের ডিভিশনাল ম্যানেজার সঞ্জীব কুমার এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার এবং হাওড়া ডিভিশনের অন্যান্য সিনিয়র অফিসাররা।

এদিন শুভময়বাবু রামপুরহাট এবং চাতরা স্টেশনগুলির মধ্যে নবনির্মিত লাইনগুলিতে মোটর ট্রলি চড়ে পরিদর্শন করেছেন। যেখানে, ব্রিজ, রেলওয়ে ট্র্যাক ফিটিং, পি-ওয়ে সম্পদ, ইলেকট্রনিক ইন্টার-লকিং, রিলে রুম, কেবিন, লেভেল ক্রসিং গেট এবং স্টেশনগুলিও পরিদর্শন করেন।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র প্রেস বিবৃতি দিয়ে দাবি করেন, ভয়ঙ্কর চ্যালেঞ্জের মাধমে প্রশংসনীয়ভাবে কাজটি দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে।এই বিভাগে রামপুরহাট জং, স্বাদিনপুর, নলহাটি এবং চাতরা স্টেশনগুলি রয়েছে। তৃতীয় লাইন চালু করার সাথে সাথে নন-ইন্টারলকড কাজের সাথে আগে নেওয়া ব্লকগুলির সাথে এই প্রতিটি স্টেশন ইয়ার্ড পরিবর্তন করা হয়েছে। অতিরিক্তভাবে, প্রকল্পটি গুরুত্বপূর্ণ কাজগুলিকে অন্তর্ভুক্ত করেছে যেমন ইন্টারলকিং, সিগন্যালিং এবং ওভারহেড ইকুইপমেন্ট পরিবর্তন ইত্যাদি। তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হওয়ায় অবশ্যই অতিরিক্ত ক্ষমতা সহ উত্তর-পূর্ব এবং উত্তর-বঙ্গগামী রেল সংযোগে আরও গতি আনবে বলে দাবি করেছেন কৌশিকবাবু। বৃহস্পতিবার থেকে ফের সাহেবগঞ্জ লুপলাইনে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে।

6 thoughts on “রামপুরহাট- চাতরা তৃতীয় লাইনের কাজ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে ট্রেন চলাচল

Leave a Reply to Engraving and Etching in UAE Cancel reply

Your email address will not be published. Required fields are marked *