Ramayana, Madrasah, Waqf Board, রামায়ণ পড়ানো হবে মাদ্রাসায়, জানালো ওয়াকফ বোর্ড

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: রামায়ণ পড়ানো হবে মাদ্রাসাতেও। উত্তরাখণ্ডের মাদ্রাসা পাঠক্রমে এবার রামায়ণ অন্তর্ভুক্ত করা হবে। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে। ওয়াকফ বোর্ডের অনুমোদিত যেসব মাদ্রাসা রয়েছে সেখানকার পাঠক্রমে এই মহাকাব্য অন্তর্ভুক্ত হবে।

দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, উদম সিং নগর জেলায় অবস্থিত মাদ্রাসাগুলিতে রামায়ণ পড়ানো শুরু হবে। ২০২৪ সালের শিক্ষাবর্ষতেই এই মহাকাব্য সিলেবাসে অন্তর্ভুক্ত হবে। এই রাজ্যের বাকি মাদ্রাসাগুলিতেও ধাপে ধাপে চালু করা হবে। এমনকি রামায়ণ পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানাগেছে।

এ বিষয়ে উত্তরাখন্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব সাম বলেছেন, “আমরা কোরানের পাশাপাশি রামায়ণে পড়াবো। বড় দাদার জন্য লক্ষণের ত্যাগের কাহিনী জানাবো পড়ুয়াদের। ঔরঙ্গজেব সেখানে ভাইকে খুন করে রাজা হয়েছেন।

আপাতত উত্তরাখণ্ডের চারটি জেলায় চারটি মাদ্রাসায় রামায়ণ পড়ানো শুরু হবে। তার জন্য শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি সেমিনারের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। ওই চারটি মাদ্রাসাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এরপর প্রথম ধাপে সেখানে চালু হবে রামায়ণের পাঠক্রম। ধীরে ধীরে তা সারা রাজ্যের সমস্ত মাদ্রাসায় অন্তর্ভুক্ত হবে।

শ্রী রামের বন্দনাও শোনা গিয়েছে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের মুখে। তিনি জানিয়েছেন, “আমাদের রামের মতো সন্তানই প্রয়োজন। যিনি কেবল বাবার কথা রাখতে বনবাসে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *