এবার অযোধ্যা থেকে শুরু ‘রাম বারাত’, পৌঁছবে নেপালের জনকপুরে বিবাহ বাসরে

আমাদের ভারত,২০ নভেম্বর:অযোধ্যার বিতর্কিত জমি রামলালার। সুপ্রিম কোর্টের এই রায়ের পরই অযোধ্যায় রাম জন্মভূমিকে ঘিরে শুরু হয়েছে বিভিন্ন উৎসব। তেমনই একটি উৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। একুশে নভেম্বর অযোধ্যা থেকে শুরু হচ্ছে রাম বারাত যাত্রা। অযোধ্যা থেকে শুরু হওয়া এই রাম বারাত যাবে নেপালের জনকপুরে।

জানা গেছে শুধুমাত্র পুরুষরাই রামের বরযাত্রীর এই মিছিলে অংশগ্রহণ করতে পারবেন। দুটি ভিন্ন রথ নিয়ে এই রাম বারাত যাত্রা শুরু হবে অযোধ্যা থেকে। কয়েকজন রাম কয়েকজন সীতা এবং কয়েকজন লক্ষণও সাজবেন এই মিছিলে। আর তাদের সঙ্গে নিয়েই এই বর্ণাঢ্য যাত্রা যাবে নেপাল।

বিশ্ব হিন্দু পরিষদের তরফের প্রায় ২০০ জন এই রাম বারাতে অংশগ্রহণ করবেন। এই মিছিলে থাকবে বেশ কয়েকটি বাস, ২৪টি বড় চাকা গাড়ি। গাজীপুর, পাটনা, সিতামারহি হয়ে নেপালে যাবে এই মিছিল।

পয়লা ডিসেম্বর নেপালে রামের বিবাহের আয়োজন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। আর সেই উপলক্ষেই রামের জন্মভূমি অযোধ্যা থেকে রওনা হচ্ছে রামের বরযাত্রী নেপালের উদ্দেশ্যে। পুরাণ অনুযায়ী সীতা সেখানেই অধিষ্ঠিত।

আগামী পয়লা ডিসেম্বর সেখানে বিবাহবাসর পালিত হবে। বিয়ের আয়োজন উপলক্ষে নেপালের রাজবংশের সদস্যদের আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রিত রয়েছেন নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *