আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি:
শুক্রবার এনআরসি ও সিএএ’ বাতিলের দাবিতে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজিত হয়েছে নারায়ণগড় ব্লকের খাকুরদাতে। ১৬ নম্বর হেমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় পাঁচশ কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করে। প্রতিবাদ কর্মসূচি হিসাবে খাকুড়দা বাজারে মিছিলটি সংঘটিত হয়। পরে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ, কাওসার আলী, জ্যোতির্ময় দাস, গোবিন্দপ্রসাদ হুই সহ অন্যান্যরা।