আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১৯ আগস্ট: আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে দেশ জুড়ে। দিকে দিকে ভাতৃত্বের বন্ধনে মেতেছেন সবাই। সারা দেশের পাশাপাশি প্রতিবছরের মতো এ বছরও রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এক অভিনব আয়োজন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে পুলিশের এবারে রাখি বন্ধন উৎসবের মাঝে বারবার উঠে এলো নারী নিরাপত্তার কথা।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব সময় মহিলাদের পাশে আছে পুলিশ প্রশাসন আর সেই বার্তা দিতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন ব্যারাকপুরের এইচআরএস ভবনে রাখি বন্ধন উৎসব পালন করলো। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এছাড়াও ছিলেন কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ পুলিশ কর্তারা ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্কুল ও কলেজের পড়ুয়ারা। এদিন বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রীরা পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য পুলিশ কর্তাদের হাতে
রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।
এদিনের এই অনুষ্ঠানে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের নিজেদের আত্মরক্ষা ও মহিলাদের সন্মান রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার। এদিনের অনুষ্ঠানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে মহিলাদের তাদের নিজেদের আত্নরক্ষার জন্য তৈরি করছে তাও তুলে ধরা হয়। বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্ট শেখানোর যে ব্যবস্থা চালু করা হয়েছে এবং সেটা কতটা জনপ্রিয় হয়েছে সেটিও তুলে ধরা হয়।
পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, প্রতিবছরই এই রাখি বন্ধন উৎসব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পালন করা হয়। তাৎপর্যপর্ণভাবে তিনি বলেন, নারী নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মেয়েদের সাবলীল করতেও তারা নানান ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। মহিলাদের মধ্যে থেকে ভয় সরাতে প্রচারমূলক কাজ শুরু করা হবে। এমনকি একটি হেল্পলাইন নম্বর চালু করবে পুলিশ কমিশনারেট।
এদিন পুলিশ কমিশনার আরো বলেন, “আমরা এই রাখী বন্ধন উৎসব পালন করে সমস্ত মহিলাদের এই বার্তা দিতে যে সমস্ত পুলিশ প্রশাসন তাদের পাশে আছে। আমরা মহিলাদের বিশ্বাস অর্জন করতে চাই , তাদের বোঝাতে চাই যে কোনও সমস্যা হলে স্থানীয় থানায় নির্ভয়ে যান। কোনও অফিসার পুলিশ কর্মীকে ভয় পাবেন না বা দ্বিধায় থাকবেন না যে আমরা আপনাকে সাহায্য করতে পারব না। তবে মহিলাদের বিরক্ত করা তাদের উত্ত্যক্ত করা মহিলাদের টিজ করা যাবে না, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি তাই সকল কে সাবধান করছি এসব করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” এদিন তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মহিলাদের জন্য একটি বিশেষ হেল্প লাইন নম্বর চালু করার কথাও বলেন তবে সেটি পুরোপুরি প্রস্তুতি নিয়ে ঘোষণা করা হবে বলে জানালেন পুলিশ কমিশনার।