বিদেশি শক্তি ভারতকে দুর্বল করতে, পরিকল্পিত ভাবে সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, দাবি রাজনাথ সিং-র

আমাদের ভারত,৩১ জানুয়ারি: বিদেশি শক্তি চাইছে ভারতকে দুর্বল করতে,তাই সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পরিকল্পনা করেই। এমনটাই মত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি দেশের একাধিক প্রান্ত। এবার এই পরিস্থিতির জন্য বিদেশী শক্তিকে দায়ী করেছেন বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার দিল্লির নির্বাচনী প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় রাজনাথ বলেন “আমার ধারণা ভারতকে দুর্বল করার চক্রান্ত করছে বিদেশী শক্তি। আর সেই জন্যই সিএএ নিয়ে ভুল পথে চালিত করা হচ্ছে।

দিল্লির জাংপুরা নির্বাচনী কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন রাজনাথ সিংসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিমদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা ভেবে তৈরি হয়নি। অথচ তাদের ভুল বোঝানো হচ্ছে। সিএএর কারনে মুসলিম সহ কোন ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব কখনোই হারাবেন না। কিন্তু এরপরেও যদি কোন ভারতীয় মুসলিম নাগরিকত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয়, তাহলে বিজেপি তার পাশে দাঁড়াবে।

রাজনাথ সিং বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই এই ভুল বোঝাবুঝি ইচ্ছাকৃত ছড়ানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন,” আমার ধারণা এর পেছনে রয়েছে বিদেশি শক্তির হাত। তারা চাইছে ভারত দুর্বল হোক।” বিজেপির এই বর্ষীয়ান নেতা বলেন,” ভারত হিন্দু রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের ইতিহাস লেখা হয়েছে ভালোবাসা দিয়ে”। তিনি আরোও বলেন,” কিছু মানুষ চাইছেন ঘৃণার কালিতে ভারতের ইতিহাস লিখতে।”

সিএএ সংখ্যালঘু মুসলিমদের তাড়ানোর জন্য নয় তা বোঝাতে রাজনাথ সিং বলেন, “গত ৫ থেকে ৬ বছরের মধ্যে ৬০০ পাকিস্তানের মুসলিম শরনার্থীকেও ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *