এই গোপন কারণেই কংগ্রেস ছাড়লেন জ্যোতিরাদিত্য, বৈঠক রাজনাথের সঙ্গে

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১২ মার্চ: বিজেপিতে বড় দায়িত্ব পেতে পারেন সদ্য কংগ্রেসত্যাগী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করে কাল তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এমনিতেই বেশ কিছুদিন ধরে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে জ্যোতিরাদিত্যর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তার ওপর রাহুল গান্ধীও তাঁর মাথা থেকে হাত সরিয়ে নিয়েছিলেন। যার ফলে কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছেন মাধবরাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য। তাঁর অভিযোগ, বহু চেষ্টা করেও তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

এই অবস্থায় কংগ্রেস ত্যাগ করা ছাড়া তাঁর অন্য উপায় ছিল না, সেকথাও বুঝিয়ে দিয়েছেন জ্যোতিরাদিত্য। সূত্রের খবর, বছরখানেক আগে জ্যোতিরাদিত্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গুন্ডামি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে কংগ্রেস ছাড়েন দলের তৎকালীন মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। কিছুদিন বসে কাটানোর পর প্রিয়াঙ্কা যোগ দেন শিবসেনায়। সেই ঘটনার পর থেকেই কংগ্রেস হাইকম্যান্ড, বিশেষ করে প্রিয়াঙ্কা বঢড়ার সঙ্গে জ্যোতিরাদিত্যর সম্পর্ক ভালো যাচ্ছিল না। কারণ, নিজের নামের সঙ্গে মিল থাকায় প্রিয়াঙ্কা চতুর্বেদীকে বিশেষ নজরে দেখতেন প্রিয়াঙ্কা বঢড়া। তার ওপর উত্তরপ্রদেশের এক অংশে দলের তরফে দায়িত্ব জ্যোতিরাদিত্যর সঙ্গে ভাগাভাগি করতে হওয়ার জন্যও বেজায় ক্ষুব্ধ ছিলেন প্রিয়াঙ্কা বঢড়া। তাঁর অনুগামীরা ইতিমধ্যে প্রিয়াঙ্কা দ্বিতীয় ইন্দিরা গান্ধী বলে চালানোর চেষ্টা শুরু করেছেন। কারণ, ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর আদল থেকে চলন-বলনেও মিল রয়েছে। সূত্রের খবর, এই নতুন ইমেজ তৈরির ক্ষেত্রে কংগ্রেসের মধ্যেই প্রিয়াঙ্কার কাঁটা হয়ে উঠেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

সূত্রের খবর, এই অতীত মুছে জ্যোতিরাদিত্য এখন বিজেপির হয়ে বড় ভূমিকা পালন করতে মরিয়া। মধ্যপ্রদেশ বিজেপি তো বটেই, গোটা ভারতেই জ্যোতিরাদিত্যর যোগদান বিজেপির মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। সিন্ধিয়া পরিবারের ঐতিহ্য, জনসঙ্ঘের জমানা থেকে গেরুয়া শিবিরের সঙ্গে সিন্ধিয়া পরিবারের সম্পর্ক-সহ নানা বিষয় এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। সূত্রের খবর, সেসব কথা মাথায় রেখেই জ্যোতিরাদিত্যকে বড় দায়িত্ব দিতে চলেছে বিজেপি। সেসব কথা মাথায় রেখেই আজ তাঁর সঙ্গে বৈঠক করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *