আমাদের ভারত, ৩০ জানুয়ারি: অবশেষে সমস্ত জল্পনার অবসান। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে বঙ্গ সফর বাতিল করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার হাওড়া ডুমুরজলায় তাঁর সভায় যোগদান করার কথা ছিল একাধিক দলত্যাগী এবং বহিষ্কৃত তৃণমূল নেতা নেত্রীর। কিন্তু তা সম্ভব না হওয়ায় শনিবার দুপুরে বিশেষ বিমানে দিল্লি রওনা দেন এই সমস্ত নেতা নেত্রীরা। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করলেন পশ্চিমবঙ্গের পাঁচ নেতা এবং এক অভিনেতা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। একই সঙ্গে বিজেপি শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।
দলবদলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। তবে এই পাঁচ জন দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগদান করলেও ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা বাতিল করা হচ্ছে না। সেখানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তৃণমূল থেকে আরো অনেকেই বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর। রাজ্যে ফিরে ডুমুরজলার সভায় অংশ নেবেন বিজেপিতে যোগদানকারী এই নতুন পাঁচ নেতা-নেত্রীও।