স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: বিজেপি দলটা অত্যন্ত জঘন্য দল, আর তার যিনি সভাপতি এই ধরনের যে মন্তব্য করেন, তাঁকে মানসিক ভারসাম্যহীন ছাড়া আর অন্য কিছু বলা সাজে না। নদিয়ার শান্তিপুরে পুষ্প মেলার উদ্বোধনে এসে একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলেন, ২০২১ কেন ৩০২১ পর্যন্ত অপেক্ষা করে এরা দাদু হয়ে গেলেও কোনও দিনও রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সিংহ, শান্তিপুর পৌরসভার পৌর প্রতি অজয় দে এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সহ অন্যান্যরা।
রাজীব বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে আক্রমণ করে আরও বলেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে বুঝে গেলেন অ্যাম্বুলেন্স খালি ছিল? অথচ তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে ওই অ্যাম্বুলেন্সে একটি প্রসূতি মা ছিলেন। আজকে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দলে যেসব নেতা-নেত্রীরা রয়েছেন আমি মনে করি তারা দায়িত্বজ্ঞানহীন কাণ্ডজ্ঞানহীন এবং মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধ দিয়ে সোনা পাওয়া যায়, অর্থাৎ এদের নেতা-নেত্রীদের বিভিন্ন মুখের যে বক্তব্য, তাতে করে মানসিক ভারসাম্যহীন বললেও কম বলা হবে। এদের বিরুদ্ধে কোনও সংজ্ঞা কোন শব্দই আমার অভিধানে নেই। ২০২১ কেন ৩০২১ পর্যন্ত অপেক্ষা করলেও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।