আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: অমিত শাহের সভার আগে শুভেন্দু অধিকারীর পোস্টার ব্যানারের পাশাপাশি মেদিনীপুর শহরজুড়ে হোর্ডিং পড়ল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে তার বিজেপি যোগ প্রসঙ্গে শুরু হয়েছে নতুন জল্পনা। আগামী ১৯ ডিসেম্বর শনিবার মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা। জেলা বিজেপি সূত্রে জানাগেছে, জনসভায় যোগ দেওয়ার আগে তিনি শহরের হবিবপুর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে, সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং শালবনি ব্লকের কর্ণগড়ের মহামায়া মন্দির দর্শন করবেন।
শুভেন্দু অধিকারীর তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা এবং তার বিজেপিতে যোগদান করার জল্পনার মধ্যে অমিত শাহের এই সভা নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। শুধু মেদিনীপুর নয়, রাজ্যের সর্বত্র মুখে মুখে এখন শুধু একটাই জল্পনা ওই দিনই মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। তার অনুগামীদের সূত্রেও সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে। শুধু শুভেন্দু অধিকারীই নয়, জল্পনার মধ্যে রয়েছেন আরেক দাদা রাজীব বন্দ্যোপাধ্যায়। বড় বড় হোডিং এবং পোস্টারে মেদিনীপুর শহরে তারও আবির্ভাব ঘটেছে। শহরের বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়েছে, তাতে নিচে লেখা আছে “দাদার পাশে আমরা”।
গতকাল তার বিধানসভা ডোমজুড়ের এক অনুষ্ঠানে তাঁর প্রতি হওয়া বঞ্চনার কথা তুলে ধরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পরেই মেদিনীপুর শহরজুড়ে তার বড় বড় হোর্ডিং পড়েছে। উপরে লেখা রয়েছে “স্বচ্ছতার প্রতীক”। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক, নতুন বাজার, গোলকুয়োর চক, পঞ্চুর চক প্রভৃতি এলাকায় এইসব হোডিং দেখা যাচ্ছে। ফলে শনিবারের অমিত শাহের জনসভার আগে শহরজুড়ে শুভেন্দু জল্পনার সঙ্গে আরেক নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলের জল্পনা তাহলে কি অমিত শাহের সভায় দু’জনকেই একসঙ্গে দেখা যাবে? এই বিষয়ে এখনও সেভাবে নিশ্চিত হওয়া না গেলেও একুশের বিধানসভা নির্বাচনের আগে যে এই মুহূর্তে মেদিনীপুরই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তা বলাই বাহুল্য।