টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান

আমাদের ভারত, ৩০ অক্টোবর: টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়েলসআবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাব কে ব্যাটিং করতে পাঠায় রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন স্টিভন স্মিথ।

টস জেতার পরে স্মিথ বলেন, আমরা প্রথমে বল করব।
মাঠে শিশির পড়বে তাই জানিনা পিচের চরিত্র কি হবে। তাই আমরা এদিন রান তাড়া করার জন্যই প্রথমে ফিল্ডিং নিয়েছি। টুর্ণামেন্টে আমরা চড়াই-উতরাইয়ের মধ্যে আছি। এদিন আমরা বরুণ অ্যারন কে টিমে পেয়েছি। সে এতদিন ফিট না থাকায় দলে ছিল না। আশাকরছি পাওয়ার প্লে তে কিছু করে দেখাবে।

অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল বলেন আমরা টসে জিতলে বোলিং করার সিদ্ধান্ত নিতাম। কিন্তু উইকেট দেখে যেটা বুঝলাম ভালো উইকেট। 40 ওভার উইকেট একই থাকবে। তবে শেষ চার পাঁচটা  খেলায় আমরা খুব ভাল খেলছি। এটা দলের সম্মিলিত প্রচেষ্টা।এদিন দলে কোনো পরিবর্তন হয়নি।

এরিন পিচ রিপোর্ট প্রসঙ্গে ড্যানি মরিসন এবং দারেন গঙ্গা বলেন পিচ ব্যাটিং সহায়ক। এই মাঠের বাউন্ডারি ছোট হওয়ায় ব্যাটসম্যানরা গ্যাপ বুঝে মারতে পারলে বাউন্ডারি পাওয়া যাবে।

চলতি আইপিএলে প্রথম সাতটি ম্যাচের মধ্যে ছটিতে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু টানা শেষ পাঁচটি ম্যাচ জিতে আজ তারা আজ তারা রাজস্থান রয়েলসের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে টানা কয়েকটি হারের ধাক্কা কাটিয়ে আগের ম্যাচেই জয় ফিরেছে রাজস্থান রয়েলস। গত ম্যাচে মুম্বইকে হারিয়ে তাদের মনোবল তুঙ্গে।এদিন দুটি দলই তাকিয়ে আছে তাদের ব্যাটসম্যানদের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *