আমাদের ভারত, হাওড়া, ৯ ডিসেম্বর: সোমবার উদয়নারায়ণপুরের সঙ্গে জাঙ্গিপাড়া যোগাযোগকারী রাজা উদয়নারায়ণ সেতু উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি খড়গপুরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে সেতুটির উদ্বোধন করেন।
অন্যদিকে এদিন উদয়নারায়ণপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ, রমেশ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিধায়ক সমীর পাঁজা বলেন, বাম আমলে ভগ্নপ্রায় সেতুকে নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল মা মাটি মানুষ সরকারের আমলে আমরা নতুন সেতু নির্মাণ করলাম।
প্রসঙ্গত, হাওড়া জেলা উদয়নারায়ণপুর ও হুগলী জেলার জাঙ্গিপাড়ার মধ্যে যোগাযোগের জন্য দামোদরের উপর ৩৫ কোটি টাকা ব্যয়ে ২১২ মিটার লম্বা ১০ মিটার চওড়া সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তারপরই সেতু নির্মাণের কাজ শেষ হয় ও আজ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।