উলুবেরিয়া উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, উলুবেড়িয়া, ৯ ডিসেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে উলুবেড়িয়া উড়ালপুলের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উলুবেড়িয়ায় প্রতীকী উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উড়ালপুলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হল।

এদিন উলুবেড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক কালিপদ মণ্ডল, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন বিধায়ক পুলক রায় বলেন, রেলের অসহযোগিতার জন্য উড়ালপুলটি চালু করতে ১ বছর দেরি হয়ে গেল। উড়ালপুলটি নির্মাণে প্রয়াত সাংসদ সুলতান আহমেদ ও প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফির অবদানের কথা উল্লেখ করেন বিধায়ক। তিনি বলেন, শুধু উড়ালপুল উদ্বোধন নয় আগামী কয়েকদিনের মধ্যেই শহরের যানজট এড়াতে বাইপাস রাস্তা তৈরি করা হবে।
প্রসঙ্গত ৬ নং জাতীয় সড়ক দিয়ে উলুবেড়িয়া শহরে ঢোকার মুখে দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের পশ্চিম কেবিনের কাছে লেভেল ক্রসিংয়ে ব্যাপক যানজটের জন্য একটি উড়ালপুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেইমতো ৩৪ কোটি টাকা ব্যয়ে ৫১২ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া উড়ালপুল নির্মাণ করা হয় এবং তারপর সোমবার উড়ালপুলটি সাধারণের জন্য খুলে দেওয়া হল। অন্যদিকে উড়ালপুলটি চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ তাদের মতে দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *