পুরুলিয়া বইমেলায় বৃষ্টিতে বই নষ্ট, কমিটির অব্যবস্থার অভিযোগে ক্ষোভ বিক্রেতাদের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩ জানুয়ারি: স্টলের ভিতরে বৃষ্টিতে বই নষ্ট হওয়ার দাবি জানিয়ে বইমেলা কমিটির ব্যবস্থাপনাকে দায়ী করলেন বিভিন্ন প্রকাশনা। কমিটির ‘দায় সারা’ কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন বই বিক্রেতারা। বৃহস্পতিবার রাত্রি থেকে শুক্রবার ভোর পর্যন্ত বৃষ্টিতে পুরুলিয়া বইমেলার বেশ কিছু স্টলে ছাউনি ও পাশ থেকে জল ঢুকে গিয়ে নতুন বইয়ের উপর গিয়ে পড়ে। এছাড়া বইয়ের তাক ও সামনের টেবিলে থাকা বইও ভিজে গিয়ে ক্ষতির মুখে পড়লেন বিক্রেতারা। এদিন হিলভিউ ময়দান সংলগ্ন এলাকায় অবস্থিত বইমেলা চত্বরে স্টলে গিয়ে দেখা গেল বিভিন্ন বই বিক্রেতার লোকজন পলিথিন সরিয়ে বই তুলে রাখছেন। কোথাও স্টলে জমে থাকা জল বাঁচিয়ে বইয়ের তাক সরিয়ে রাখছেন।

বইমেলা কমিটির পক্ষ থেকে তৎপরতার সঙ্গে জল সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হলেও স্টলের ছাউনি ঠিক করার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ১৩৯ নম্বর স্টলের ছায়া পাবলিশার্সের রঞ্জিত মণ্ডল, ১২২ নম্বর স্টলের কামিনি প্রকাশনের সদানন্দ দাস। জলে বই ভিজে গিয়ে প্রায় ৭ হাজার টাকার ক্ষতির দাবি করলেন ১৪৭ নম্বর স্টলে রেনেসাঁ প্রকাশনের পক্ষে নূর মহম্মদ।বইমেলা কমিটির পক্ষে জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু বৃষ্টিতে বই ভিজে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আগের দিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও ত্রিপলে জমা জল পরে ভিতরে পড়ে যায়। তবে আর যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *