আমাদের ভারত, বালুরঘাট, ৪ জানুয়ারি: বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসকে সপ্তাহে পাঁচ দিন চালানোর সিদ্ধান্ত নিল রেল। নতুন বছরের উপহার, সাংবাদিক বৈঠক করে বললেন সাংসদ সুকান্ত মজুমদার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি জেলার মানুষ। শনিবার এনিয়ে বালুরঘাটে সাংসদের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সাংসদের দাবি, বালুরঘাট -হাওড়া এক্সপ্রেস সপ্তাহে দুই দিনের বদলে এখন থেকে পাঁচ দিন চলাচল করবে। রেকের সমস্যা ও এসি কোচের জোগান হলে চলতি মাস থেকেই সপ্তাহে পাঁচ দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস বলেও এদিন জানিয়েছেন তিনি।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জেলার মানুষের স্বার্থে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মত বালুরঘাট হাওড়া এক্সপ্রেসকে নিয়মিত চলাচল করানোই তার অন্যতম লক্ষ্য ছিল। যে বিষয় নিয়ে বার বার সংসদে সরব হয়েছিলাম। ইতিমধ্যে রেল সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেসকে পাঁচদিন চালানোর। কিছু সমস্যা রয়েছে। যেগুলির সমাধান হলেই যে কোনও দিন থেকেই ট্রেন চলাচল শুরু করবে।
একাধিক সমস্যার কারণে সোমবার ও মঙ্গলবারই চলাচল করত বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস। তবে নতুন বছরের শুরুতেই জেলাবাসীকে কিছুটা চমকে সপ্তাহে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনকে সপ্তাহে পাঁচদিন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। দপ্তরের তরফে ইতিমধ্যেই পাঁচ দিন চলাচলের নির্দেশিকা জারি করে জেনারেল ম্যানেজারকে একটি চিঠিও পেশ করা হয়েছে। যার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথাও বলা হয়েছে বিশেষ ওই নির্দেশিকায়।
স্বাধীনতার কয়েক দশক পর ২০০৪ সালে বালুরঘাট থেকে শুরু হয় ট্রেন চলাচল। রাজ্যের অন্য জেলাগুলি ট্রেনের স্বাদ পেলেও এই জেলাকে বঞ্চিত করে রাখা হয়েছিল দীর্ঘ বছর। ট্রেন চালুর পরেও গৌড় লিঙ্ক শুধুমাত্র দেওয়া হয়েছিল এ জেলার মানুষের জন্য। যার পরেও রেল যোগাযোগ ব্যবস্থার কোনও হাল ফেরেনি জেলায়। পরে দীর্ঘ কয়েক বছর পর তেভাগা এক্সপ্রেস দেওয়া হয় জেলার মানুষের জন্য। ২০১৪ সালে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস চালু হলেও সপ্তাহে সোম ও মঙ্গলবারই শুধু চলাচল করে। এখনো জেলার কোনও বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে অথবা কোনও কাজে ট্রেনে করে কলকাতা যেতে চাইলে টিকিট অমিল। যার কারণেই দীর্ঘদিন ধরে বালুরঘাট থেকে হাওড়া এক্সপ্রেস প্রতিদিন চালু করবার দাবি করে আসছিল জেলার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলি। সংসদ থাকাকালিন অর্পিতা ঘোষও লোকসভায় দাঁড়িয়ে সরব হয়েছিলেন বালুরঘাটবাসীর এই দাবিকে নিয়ে। যদিও রেল বিষয়টি নিয়ে তেমন কোনও পদক্ষেপই গ্রহণ করেনি। পরবর্তীতে বালুরঘাট লোকসভায় জয়লাভের পর বিজেপির সংসদ সুকান্ত মজুমদার এনিয়ে একাধিকবার সরব হন। দরবার করেন রেলমন্ত্রীর কাছেও। অবশেষে ২০২০ সালে নতুন বছরে প্রথম সপ্তাহেই রেলের তরফে নির্দেশিকা জারি করা হয় বালুরঘাট হাওড়া সপ্তাহে পাঁচ দিন চলাচলের। তবে নির্দেশিকা জারি করা হলেও কবে থেকে চালু হবে তা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত রেলের তরফে জানানো
হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি সম্পূর্ণ হতেই বালুরঘাট হাওড়া এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে বলেই জানানো হয়েছে রেলের তরফে।