স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ জানুয়ারি: আদিবাসী সরনা ধর্মের কোড চালু করা, ঝাড়খন্ডে হিন্দির সাথে আদিবাসী ভাষাকে রাজভাষার মান্যতা দেওয়া, রামেশ্বর মুর্মুর হত্যার সঠিক সিবিআই তদন্ত করে ন্যায় বিচার দেওয়া, শহিদ সিদু মুর্মু এবং বীরসা মুন্ডার বংশধরদের নামে দুটি ট্রাষ্ট গঠন করা এবং ট্রাষ্টের জন্য ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা, অসম আর আন্দামানে ঝাড়খন্ডি আদিবাসীদের এসটি সূচিতে অর্ন্তভুক্তি করা সহ একাধিক দাবিতে রেল এবং রোড চাক্কা জ্যাম কর্মসূচি শুরু করেছে আদিবাসী সেঙ্গল অভিযান, ঝাড়খন্ড দিশম পার্টি। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় এই কর্মসূচি শুরু করেছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ৬ ডিসেম্বর এই একই দাবিতে রেল, রোড চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। রবিবার পর্যন্ত তাদের দাবিকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব না দেওয়ায় এদিন তারা এই কর্মসূচি শুরু করলেন।