বাগিচা পরিকল্পনা ও চারা তৈরির জন্য কৃষক প্রশিক্ষণ শিবির

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ-সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের তরফে আগামী ৯ ফেব্রুয়ারি “বাগিচা পরিকল্পনা ও চারা তৈরি” বিষয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল দশটা থেকে প্রশিক্ষণ শুরু হবে।

আগ্রহী কৃষক, উদ্যানপালক, কৃষি সংগঠক ও অন্যান্যরা এই শিবিরে উপস্থিত থাকতে পারবেন। যারা যোগ দিতে অগ্রহী তাদের নাম, ঠিকানা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। অংশগ্রহণ করবার দিন সকলকে নিজের পরিচয়পত্রের জেরক্স প্রত্যয়িত করে সঙ্গে আনতে হবে।

কার্যক্রমটি অনুষ্ঠিত হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মণ্ডৌরী ফল গবেষণা কেন্দ্রে। এটি কাঁচড়াপাড়া থেকে বড়জাগুলি যাবার পথে রাস্তার ধারে অবস্থিত। এটি রিভার রিসার্চ ইনস্টিটিউটের পরের স্টপেজ, পাশেই অবস্থিত ফ্যামিলিয়া স্কুল। বড়জাগুলি থেকে বাসে বা অটোতে আসা যায়। কাঁচড়াপাড়া রেল স্টেশন থেকেও বাস বা অটোতে মণ্ডৌরি যাওয়া সম্ভব।

নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে নিম্নলিখিত বিজ্ঞানীদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস করে। খুব প্রয়োজন না থাকলে ফোন না করার জন্য অনুরোধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপে বা এসএমএসে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে নাম ও তথ্য অবশ্যই পাঠাতে হবে।

অধ্যাপক ড. ফটিক কুমার বাউরি (9433678461)
অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী (9339218744)
অধ্যাপক ড. দিলীপ কুমার মিশ্র (9433743506)

এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন অধ্যাপক ও প্রকল্প আধিকারিক ড. দিলীপ কুমার মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *