যাত্রীর প্রাণ বাঁচালেন সতর্ক রেল পুলিশ 

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: সোমবার রাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের তলা থেকে এক যাত্রীকে উদ্ধার করেছে কর্তব্যরত এক রেল পুলিশ। এদিন রাত পৌনে দশটা নাগাদ আসানসোলগামী প্যাসেঞ্জার ট্রেনটি এক নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় সুজয় ঘোষ (৩৩) নামে একজন যাত্রী দৌড়াতে দৌড়াতে এসে চলমান ট্রেনটিতে ওঠার চেষ্টা করে। এই অবস্থায় হাত ফসকে প্ল্যাটফর্মের উপর পড়ে যায় এবং ট্রেনটি তাকে ক্রমশ নিচের দিকে টানতে শুরু করে। ঘটনাটি নজরে আসতেই এক নম্বর প্লাটফর্মে কর্তব্যরত রেল কনস্টবল ধর্মেন্দ্র কুমার যাদব ছুটে গিয়ে তাকে ট্রেন থেকে টেনে নামিয়ে কোনও রকমে  প্রাণে রক্ষা করেন।

ওই যাত্রীর মাথায় আঘাত লাগে। ট্রেনের তলা থেকে কোনও রকমে টেনে বের করার পর জিআরপি আরপিএফ এবং স্টেশনে কর্তব্যরত রেলকর্মীরা তাকে মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত ওই রেলযাত্রী খড়গপুর গ্রামীণ থানা এলাকার বারবেটিয়া গ্রামের বাসিন্দা বলে খড়গপুর বিভাগীয় রেল সূত্রে জানানো হয়েছে। কর্তব্যরত সময়ে সতর্ক থাকার কারণে রেল কনস্টবল ধর্মেন্দ্র কুমার যাদব এক যাত্রীর প্রাণ বাঁচানোয় রেল তার প্রশংসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *