রেল পরিষেবা স্বাভাবিক করে সাধারণ মানুষের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল “রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন”

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ জানুয়ারি: রেল পরিষেবা স্বাভাবিক করে সাধারণ মানুষের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জের ব্যাবসায়ী সংগঠন “রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন”। রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশনের মাধ্যমে রেলমন্ত্রী তথা রেলওয়ে দপ্তরের আধিকারিকের কাছে রেল পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অবিলম্বে রেল পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছে ব্যাবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে রেলের যাত্রী পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে প্যাসেঞ্জার সহ বহু এক্সপ্রেস ট্রেন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় রাজ্যের রাজধানী সহ বেশ কিছু শহরে কিছু কিছু ট্রেন পরিষেবা চালু হয়েছে। রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেন কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনও চালু করেছে রেলওয়ে দপ্তর। কিন্তু রায়গঞ্জ থেকে কাটিহার প্যাসেঞ্জার ট্রেন বা দিল্লি যাওয়ায় সীমাঞ্চল এক্সপ্রেস কিংবা সকালে কলকাতা যাওয়ার ট্রেনটি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।

1 thoughts on “রেল পরিষেবা স্বাভাবিক করে সাধারণ মানুষের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল “রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন”

  1. Gautam Mukherjee says:

    প্রত্যেকে রেল চলাচল স্বাভাবিক করার দাবি করুন। কার স্বার্থে রেলকে বসিয়ে দেওয়া হয়েছে ? দূরপাল্লার বাসের এখন অস্বভাবিক ভাড়া। লোকেরা কাজে যেতে পারছে না। ট্যুরিজিম ব্যাহত হচ্ছে । কোরানার ভুত দেখিয়ে রেলকে পঙ্গু করা কাদের স্বার্থে ?? লোকসান করা রেল কি বেচতে সুবিধা হবে ???

Leave a Reply to Gautam Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *