পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: মেদিনীপুর শহরের ঐতিহ্য মেনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের পাশাপাশি মেদিনীপুর এ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় মেদিনীপুরে ১০ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভিন রাজ্য থেকেও এসেছিলেন দৌড়বীররা।
এবারে ৫৮ তম বর্ষের দশ মাইল দৌড় প্রতিযোগিতায় ১৭০ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম হয়েছে ঝাড়খণ্ড এর বাসিন্দা রাহুল রাজভার সময় নিয়েছে ৪৯ মিনিট ২ সেকেন্ড, দ্বিতীয় উত্তরপ্রদেশের আরিফ আলি সময় নিয়েছে ৫০.২১ সেকেন্ড, তৃতীয় মেদিনীপুরের অনুপম মাহাত, চতুর্থ হয়েছে মণিপুরের মায়মগাম, পঞ্চম উত্তরপ্রদেশের ফারুক চৌধুরী, ষষ্ঠ ঝাড়খণ্ডের অর্জুন টুডু। নির্দিষ্ট ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে দৌড় শেষ করেছে ২৪ জন প্রতিযোগী, বাকিরা তারপরে শেষ করেছে। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পদক দিয়ে পুরস্কৃত করা হয় সফলদের।
মেদিনীপুর এ্যাথলেটিক ক্লাবের সম্পাদক অপু সামন্ত জানান বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড থেকে প্রতিযোগী রা অংশ নিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী শান্তুনু চক্রবর্তী, ডাঃ হৃষিকেশ দে, কুনাল ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।