রাহুল গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, কেন একথা বললেন হিমন্ত বিশ্বশর্মা

আমাদের ভারত, ১৫ মার্চ:
নরেন্দ্র মোদী থাকতে রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কর্নাটকে জনসভায় কংগ্রেস নেতাকে এভাবেই তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার দাবি ভারতের মানুষ আর বাবরি মসজিদ চায় না। তারা রাম মন্দির চায়। অর্থাৎ হিমন্তের ইঙ্গিত দেশের চরিত্র বদলাচ্ছে, তাই রাহুল গান্ধী আর কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না।

আগামী মে অথবা জুন মাসে কর্নাটকে ভোট। তাই সে রাজ্যে ভোট প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রকে বদনাম করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী, আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য কাজ করছেন, কর্নাটকের জন্য কাজ করছেন। মোদী যখন বিদেশে যান দেশের প্রশংসা করেন অথচ রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের বদনাম করছেন।

এরপরই হুঁশিয়ারি সুরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “জেনে রাখুন যতদিন নরেন্দ্র মোদী আছেন, রাহুল গান্ধী আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না।”

যখন পাপ্পু ইমেজ কাটিয়ে নেতা হয়ে ওঠার চেষ্টা করছেন রাহুল গান্ধী, সেই সময়ই রাহুলকে তীব্র ভাবে আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী ও পদ্মের অন্যান্য নেতারা। রাহুল গান্ধীর বিরুদ্ধে তাঁরা অভিযোগ করছেন, কংগ্রেস সাংসদ-বিদেশে গিয়ে দেশকে অপমান করেছেন। এই বিষয়ে সংসদে লাগাতার রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুররা। এবার কর্নাটকে নির্বাচনেও রাহুলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে হাতিয়ার করতে ছাড়ল না পদ্ম শিবির।

তবে হিমন্তের আরো একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য, তার দাবি, “কর্নাটকে বিজেপিকে ক্ষমতায় ফেরাতে হবে কারণ আমাদের আর বাবরি মসজিদ চাই না। আমরা রাম জন্মভূমি চাই।” রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বাবরি-রামমন্দির ইস্যুকে মনে করিয়ে আবারো চেনা হিন্দুত্বের ইস্যুই উস্কে দিতে চেয়েছেন হিমন্ত। কিন্তু অন্য আর একটি অংশ মনে করছেন, হিমন্তের কথা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *