আমাদের ভারত, মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: নজরগঞ্জ তরুণ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার মেদিনীপুরে ৩ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়ে ১৩০ জন প্রতিযোগী অংশ নেন। দৌড় প্রতিযোগিতায় প্রথম হন কেষ্ট হেমরম, দ্বিতীয় বাপি মাহাতো, তৃতীয় কালীপদ মাহাতো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ইতি বর্মন, সমাজসেবী বরুণ বিকাশ পাল, ক্লাবের সভাপতি অক্ষয় পাল, সম্পাদক গোপাল দে, সদস্য দুর্গাপদ বেরা। এদিন সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে কচি কাঁচাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।