নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর:
গুরুতর অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে নিয়ে আসা হল রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। কোচবিহার থেকে এয়ার অ্যাম্বুল্যান্স করে রবিবার তাকে নিয়ে আসা হয় দমদম বিমানবন্দরে। তারপর সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে নিয়ে আসা হয় পিজি হাসপাতালে।
প্রসঙ্গত, হদরোগে আক্রান্ত হয়ে প্রথমে নিজের জায়গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রবীন্দ্রনাথ ঘোষ। উন্নত চিকিৎসার জন্য অবশেষে তাকে নিয়ে আসা হয় রাজ্যের সবথেকে ভালো সরকারি হাসপাতালে। তার চিকিৎসা ব্যাবস্থার তদারকি করতে হাসপাতালে আসেন অরূপ বিশ্বাস। তিনি রবীন্দ্রনাথ ঘোষের পরিবারের সঙ্গে কথা বলেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষর হার্টের চিকিৎসা করতে গঠন করা হয়েছে চিকিৎসকদের একটি দল।