কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জানুয়ারি: ক্যুইজ ও ম্যানিয়ার উদ্যোগে ক্যুইজ ফেস্ট ২০২০ বুধবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুনিজন সমর্ধনা দেওয়া হয়। তিনধরনের প্রতিযোগিতা অডিও ভিজুয়ালের মাধ্যমে হয়। এর মধ্যে সমাজসেবা মূলক কাজের অঙ্গ হিসাবে দুস্থ মানুষদের কম্বল দেওয়া হয়। এরপর ১৫ বছর উর্ধে মহিলাদের জন্য মেগা দিদি নম্বর ১ শো’র অায়োজন করা হয়। প্রচুর গিফট এবং অার্থিক পুরস্কার দেওয়া হয় প্রতিযোগীদের। এছাড়া টিম ক্যুইজ ও ম্যানিয়া সমাজের বিভিন্ন বিভাগ থেকে ৫ জন গুনিমানুষকে ক্যুইজ ও ম্যানিয়া বিশেষ সম্মান সমাজরত্ন পুরস্কারে ভূষিত করা হয়।