আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ: ঝর্ণা মাহাত। বয়স ৩০ বছর।এক মেয়ে ও দুই জমজ ছেলের মা। স্বামীহারা। একটি স্কুলে ঝাঁট দিয়ে রুটি রুজির জোগাড় করে। ছেলে- মেয়েদের স্কুলে পড়ায়।অসম্ভব জেদ তাঁর।উচ্চমাধ্যমিক পাশের পর কলেজে পড়াশোনা। মাওবাদি সমস্যায় পড়া শেষ করার সুযোগ হয়নি। তারপর ডিস্ট্যান্স এডুকেশন শুরু করেন। এদের মাঝখানে বিয়ে হয় তাঁর। এক বছরের মধ্যে কোলে বাচ্চা চলে আসায় সেই পড়াশোনাতেও ছেদ ঘটে। তারপর তার সংসার চলছিল কোনও রকমে। স্বামী জিতেন সামান্য কিছু কাজ করত। কিন্তু এরই মধ্যে একদিন হঠাৎ পথ দুর্ঘটনায় প্রাণ হারান জিতেন। তারপর থেকে শুরু হয় ঝর্নার আসল লড়াই।
কিভাবে সংসার চালাবে, কিভাবে ছেলে মেয়ে মানুষ করবে তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়ে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এমন একজন নারীর পাশে দাঁড়াল মেদিনীপুর কুইজকেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। কিছু রোজগার করে স্বচ্ছভাবে যাতে সংসার চালাতে পারে সেজন্য তারা একটি পাতা সেলাই মেশিন ঝর্ণার হাতে তুলে দিয়েছেন। সেই সঙ্গে অঙ্গীকার করেছেন পাশে থাকার।