কাতারে কাতারে লোক কাতারে

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২০ নভেম্বর: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে আজ শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের নানা প্রান্তের লোক কাতারে কাতারে এসেছেন কাতারে, আরও আসছেন। একমাস বিশ্বের নজর থাকবে এদিকে। উদ্বোধনী ম্যাচের আগে হল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম‍্যাচে আয়োজক কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। আল খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর বারোটায়।

কাতারের সফল ফুটবল ক্লাব আল সাদ। এই ক্লাবে খেলেছেন বিখ্যাত তারকা জাভি। খেলার পাশাপাশি আল সাদে কোচিংও করিয়েছে। তবুও ফুটবল নিয়ে কাতার জনগণের মনোভাবে পরিবর্তন হয়নি।কাতারের স্থানীয় লিগ নিয়ে নাকি আগ্রহ নেই সে দেশের মানুষজনের। ভাবা যায়, যুবভারতী ক্রীড়াঙ্গণ অথবা ইডেনে বিশ্বকাপ হচ্ছে অথচ স্থানীয় লোকের আগ্রহ নেই!

নানা ভাবে নজর কেড়েছে কাতার। স্থানীয় আইন অনুযায়ী এলজিবিটিকিউ শাস্তি যোগ্য অপরাধ। যা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব মানবাধিকার সংগঠনগুলি।এলজিবিটিকিউ সম্প্রদায়ের ফুটবলপ্রেমীরা আশঙ্কায় রয়েছেন। রক্ষণশীল কাতারের আইনই তাঁদের আশঙ্কার কারণ। কাতার বিশ্বকাপের আয়োজকরা এলজিবিটিকিউ সম্প্রদায়ের ফুটবলপ্রেমীদের নিশ্চিন্তে এবং নিরাপদে বিশ্বকাপ উপভোগের আশ্বাস দিলেও সংশয় কাটছে না। কাতার প্রশাসন কখন কী নির্দেশ জারি করে এই ভেবেই আশঙ্কায় ভুগছেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের ফুটবলপ্রেমীরা।

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ নিয়ে একদিকে যেমন উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে রয়েছে অন্যদিকে নানান জিনিসে রয়েছে নিষেধাজ্ঞা। তার সঙ্গে চলছে খাদ্য সামগ্রীর পরীক্ষা। দেখা যায়, ভারত থেকে আসা কিছু চালানের চিংড়ির গুণগত মান ঠিক নেই। চালান নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেগুলি অক্টোবর নাগাদ ভারত থেকে কাতারে গিয়ে পৌঁছেছিল। ভারতের চিংড়ির গুনগত মান নিয়ে সমস্যার বিষয়টি ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্য সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তাদের জানায় মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’। এতে ভারত থেকে সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করে কাতার। যদিও আশা করা হয়েছিল এই সময় মাছের আমদানি পরিমাণ আরও বাড়বে। চালানে ক্ষতিকারক মাইক্রোব্যাক্টেরিয়া থাকায় সাময়িক ভাবে আমদানি নিষিদ্ধ করল কাতার।

এক নতুন নায়কের আগমন হয়েছে। লিয়োনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে নায়কের তকমা পাচ্ছেন জেমস বেলি। কিন্তু কেন? দোহার একটি পানশালার মালিক জেমস জানিয়েছেন, তিনি অনেক কম দামে সমর্থকদের বিয়ার খাওয়াবেন। এই প্রস্তাব দেওয়ার পরে জেমসের পানশালায় ভিড় বেড়েই চলেছে।

শেষে প্রশ্ন করি, কাতার কেন কাতারহল, জানেন? আরবি ‘কাতরান’ কথাটির অর্থ আলকাতরা, রেজিন। অনুমান করা হয়, এ কারণেই তেলের দেশটির নাম হয়েছে কাতার। রোমানরা বলত কাটারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *