“বিহার উড়তে চায়” মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করে নীতিশকে চ্যালেঞ্জ তরুণীর, দলের নাম প্লুরালস

আমাদের ভারত,৯ মার্চ:”বিহার শান্তি চায়, বিহার উড়তে চায়” নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে সরাসরি নিতীশকে চ্যালেঞ্জ করেছেন পুষ্পম প্রিয়া চৌধুরী নামে এক তরুণী। তার দলের নাম প্লুরালস। বিহারের বিধানসভা ভোটের আগে রীতিমত চমকে দিয়ে নীতীশ কুমারের ঘনিষ্ঠ জেডিএস নেতার মেয়ে নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন।

জেডিএস নেতা বিনোদ চৌধুরীর মেয়ে পুষ্পম প্রিয়া চৌধুরী চ্যালেঞ্জ ছুঁড়েছেন নিতীশ কুমারকে। নিজেকে একেবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে।খুলেছেন প্লুরালস নামে একটি দল। পুষ্পম প্রিয়া লন্ডন নিবাসী‌।

দলের বিজ্ঞাপনে তিনি লিখেছেন,” বিহারকে তিনি ভালোবাসেন‌। রাজনীতিকে ঘৃণা করেন। চলে এসেছে প্লুরালস। বিহার ভালো কিছু প্রত্যাশা করে। ভালোটা সম্ভব।”

পুষ্পম প্রিয়া চৌধুরী টুইট করেছেন,” বিহার শান্তি চায়,বিহার উড়তে চায়। বিহার পরিবর্তন চায়। বিহার উন্নতি আশা করে। আর উন্নতি সম্ভব। নোংরা রাজনীতিকে প্রত্যাখ্যান করুন। ২০২৯ সালে বিহারকে দৌড় করাতে ও ওড়াতে যোগ দিন প্লুরালসে।”

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মুখ্যমন্ত্রী হলে ২০২৫ সালের মধ্যে বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করবেন তিনি। আর ২০৩০ সালের মধ্যে ইউরোপের যে কোন দেশের সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে বিহার। এদিকে মেয়ের বাবা বিনোদ চৌধুরী বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো যোগ নেই। তিনি বলেন, ” প্রিয়া সাবালিকা। নিজেই সিদ্ধান্ত নিয়েছে। ওর সঙ্গে দলের কোনো যোগ নেই। শীর্ষ নেতৃত্বকে সে যদি চ্যালেঞ্জ করে তাহলে দল তাকে সমর্থন করবে না।”

যদিওপুষ্প প্রিয়া পড়াশোনা করেছে লন্ডনে। পুনে থেকে এমবিএ করে সে ব্রিটেনে একাধিক বিষয়ে সে পড়াশুনা করেছে। ডেভলপমেন্ট স্টাডিস সে পড়েছে ইউনিভার্সিটি অফ সাকসেস থেকে। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে তার পড়াশোনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *