সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলো সেখানের এক কর্মী। ওই মহিলা কর্মী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পুরুলিয়া মফঃস্বল থানায় জানায়। অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। অভিযুক্তের নাম রামপদ মাহাতো। তার বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার হাতোয়াড়া গ্রামে। রবিবার সকালে ডিউটি করার সময় ওই অস্থায়ী কর্মী রামপদ মাহাতো তার মহিলা সহকর্মীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেই মর্মে আক্রান্ত মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার কাম ভাইস প্রিন্সিপালের কাছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুরুলিয়ার মফস্বল থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। জেল হেফাজত হয় তার।
আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। যদিও অভিযুক্ত তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে।