সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ ও এনআরসি-র বিরোধী প্রচারের পরই নড়ে চড়ে বসল বিজেপি। সারা বিশ্বে চর্চার মধ্যে থাকা সিএএ ও এনআরসি নিয়ে জেলাবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছাতে রাতারাতি সাড়া জাগানো প্রচারের সিদ্ধান্ত নেয় পুরুলিয়া জেলা বিজেপি। সেই মতো মঙ্গলবার, হুড়াতে একটি পদযাত্রা করল জেলা বিজেপি। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করল বিজেপি। হুড়া ব্লক বিজেপির ব্যবস্থাপনায় ৬০ এ বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়কে স্থানীয় পেট্রোল পাম্প থেকে পদযাত্রার সূচনা হয় প্রায় পাঁচ কিলোমিটার চলে। শেষ হয় লালপুর মোড়ে। বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘সিএএ এর সমর্থনে অভিনন্দন যাত্রা’।
সিএএ ও এনআরসি-র পক্ষে এতদিন সাড়া জাগানো প্রচার করেনি পুরুলিয়া বিজেপি। হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে কার্যত এদিন জেলা স্তরের মিছিলে পরিণত হয়ে যায়। শুধু সমর্থনই নয় মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানে বিল আইনে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহ মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে দাবি করে বলা হয়, এই আইনের ফলে দেশে কোটি কোটি উদ্বাস্তু হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসী, খ্রিস্টান ভারতের নাগরিকতা পাবেন।