চুয়াডাঙ্গা হাইস্কুলের ৫৫তম প্রতিষ্ঠা দিবস পালন

আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: মঙ্গলবার সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ৫৫তম প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। বিদ্যালয়ের প্রাণ পুরুষদের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি, বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রয়াত ব্যক্তিবর্গের স্মৃতিতে উৎসর্গীকৃত স্মারকবেদীতে মাল্যদান করা হয়।

উপস্থিত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের সামনে বিদ্যালয় গড়ে ওঠার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য ফকির আলী খান, সুদীপ কুমার খাঁড়া, রবীন্দ্রনাথ মিদ্যা, আজীম আলি খাঁন, স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মন, সঞ্জয় সখা চাবরি, প্রদ্যুৎ জানা, শিলা গিরি, জয়শ্রী মাইতি, জগন্নাথ মন্ডল, তপন কুমার ধর, সুশান্ত কুমার ঘোষ, আরব আলী খাঁন, ফরমান আলী জমাদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *