শাসক রোষ ও মিথ্যে মামলাকে ভয় পান না পুরুলিয়ার তৃণমূল ত্যাগী শুভেন্দু অনুগামীরা

সাথী দাস, পুরুলিয়া, ১৮ ডিসেম্বর: দল ছাড়লে রোষের মুখে পড়তে পারেন। এই আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন পুরুলিয়ার সদ্য দলত্যাগীরা। আজ দল ছেড়ে এই ভাবেই নিজেদের মনের কথা বলললেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ভবেশ চ্যাটার্জি এবং বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুদীপ মাহাতো। আজ দলের সভাপতির কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়ে ভবেশ বলেন, “তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক দল নয়, একটি কোম্পানিকে লিজে দিয়ে চলছে। আর তাই সেই দলে থাকছি না। দাদা (শুভেন্দু অধিকারী) কে অনুসরণ করে তাঁর আদর্শে চলব। মামলার ভয় পাই না। এক সময় সর্বস্ব উজাড় করে দল করেছি। তার মূল্য কোম্পানির মাধ্যমে পেয়েছি”।

ভবেশ রঘুনাথপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। গোষ্ঠী দ্বন্দের শিকার হয়ে দলের নির্দেশে মেয়াদের আগেই চেয়ারম্যানের পদ ছাড়তে হয়েছিল তাঁকে। তার পর থেকেই ক্ষুব্ধ ভবেশ নিজেকে সেই ভাবে দলের কাজে নিয়োজিত করছিলেন না। পরবর্তীকালে তাঁকে জেলার আর দশ জন সাধারণ সম্পাদকের মতো ওই পদ দেয় তৃণমূল।

এদিকে এদিন তৃণমূল ছেড়ে ‘দাদার অনুগামী’ হিসেবে প্রকাশ্যে এসে চাপা ক্ষোভ উগরে দেন সুদীপ মাহাতো। তাঁর বাবা প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো  
‘দাদার অনুগামী’ হিসেবে নিজেকে চিহ্নিত করে বিজয়া সম্মেলন করেছিলেন। যদিও ওই সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ গৌতম রায়। তাঁকে ১০ দিন আগে দল বহিষ্কার করে। এদিন পুরুলিয়া শহরের সরকার পাড়ায় ‘দাদার অনুগামী’ কার্যালয়ে তৃণমূল ত্যাগীদের সঙ্গে নিয়ে গৌতম বলেন, “বিধানসভা নির্বাচনের পর শুধু দিদি আর ভাইপো আর কিছু তাবেদার থাকবেন। আর টাকা নেওয়া কোম্পানি থাকবে। বাকি সবাই তৃণমূলে অন্তত আর থাকবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *