ঘাটালে রাস্তা সম্প্রসারণের জন্য পূর্তদপ্তরের নির্দেশে মাপজোক শুরু, ব্যবসায়ী মহলে ক্ষোভ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি:
ঘাটাল–মেচগ্রাম রাস্তা সম্প্রসারণ এবং সংস্কারের জন্য পূর্ত দপ্তর রাস্তার ধারে কাঠামো সরিয়ে নিতে বলল। এর জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে পূর্ত দপ্তর থেকে। মাইক প্রচার করে জানিয়েছে, ৭ দিনের মধ্যে কাঠামো না সরিয়ে নিলে, পূর্ত দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে।

এই পরিস্থিতিতে বিতর্ক দানা বেঁধেছে। দাবি উঠেছে পুনর্বাসনের। চিন্তায় পড়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, যারা এতদিন সংসার চালিয়েছেন রাস্তার ধারে ব্যবসার মাধ্যমে।শুধু তাই নয়, বিতর্ক উঠেছে পূর্ত দপ্তর পরিষ্কারভাবে জানাচ্ছে না জায়গা রাস্তা সম্প্রসাণের জন্য কতটা জায়গা নেওয়া হবে।

৭২ সালের রেকর্ড অনুযায়ী জায়গা মাপজোক করা হচ্ছে বলে জানা গেছে। অনেকেই দাবি করেছেন, পূর্তদপ্তর রাস্তা সম্প্রসারণের জন্য যে দাগ দিচ্ছে, তা অনেকের নিজস্ব জায়গা। অনেক ব্যবসায়ী জানিয়েছেন, পূর্তদপ্তর এভাবে কারো জায়গার উপর দাগ দিয়ে অধিকার করতে পারে না।এক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে বিষয়টি নিষ্পত্তির জন্য, এমনকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে অনেকে জানিয়েছেন।

ঘাটাল পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ এবং ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী দয়াময় চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে, তিনি এড়িয়ে যান। পূর্তদপ্তরের “খামখেয়ালিপনায়” অনেকেই ক্ষুব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *