শুরু হল মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচি  

জে মাহাতো, মেদিনীপুর, ২৯  নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। শালবনী ও কেশপুর ব্লকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির “চলুন মাস্টারমশাই, ঘুরি ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পগুলো সম্পর্কে সাধারন মানুষকে অবগত করানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা তন্ময় সিংহ জানিয়েছেন। শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। আজ এই কর্মসূচির সূচনা হয় শালবনি ব্লকের ৩ নং শালবনি অঞ্চলের তিলাখুলা ও কেশপুর ব্লকের ১ নং কেশপুর অঞ্চলের উরামীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *