স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর:
একসঙ্গে একাধিক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার শান্তিপুরে। রবিবার শান্তিপুর পৌরসভা এলাকার জলেশ্বর তেলিপাড়া এলাকার বাপি সাধুখাঁর বাড়ি থেকে উদ্ধার হয় সাতটি বিরল প্রজাতির পেঁচা। বাড়ির এক সদস্য বলেন, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকাতে বাড়ির ছাদে বাসা বাঁধে পেঁচাগুলি। হঠাৎই আজ বাড়ির সদস্যরা দেখতে পান পেঁচা গুলিকে। এরপরে বাড়ির লোকজন বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা এসে খাঁচা বন্দী করে নিয়ে যায় ওই বিরল প্রজাতির পেঁচাগুলিকে।