কান্দিতে বিজয়া ও দীপাবলী উপলক্ষে জনসভা বিজেপিকে আক্রমণ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ নভেম্বর: সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া ও দীপাবলী উপলক্ষে জনসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার, জেলার অন্যতম কো-অডিনেটর অশোক দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আবু তাহের খান বলেন, গত নির্বাচনে আমাদের চলার পথে ভুল ছিল, আমরা আগামী দিনে শুধরে নেব। দেশের আকাশে আজকে অনেক বিপদ, বিজেপি কে আগামী দিনে ধ্বংস করতে হবে। আমাদের কালচার, দেশ কে ভাগ করতে চাইছে, সেই বিজেপি কে ধবংস করতে হবে। উত্তরপ্রদেশ না, এটা পশ্চিমবঙ্গ। অশুভ শক্তি কে বিনাশ করতে হবে। আমাদের নেতাদের কোন ভুল হলে ক্ষমা করবেন বলে আবেদন করেন আবু তাহের খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *